Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সম্মেলন আজ

প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, কুমিল্লা উত্তর থেকে : আসন্ন আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সম্মেলন আজ শনিবার চান্দিনা মহিলা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১১টায় সম্মেলন কার্যক্রম শুরু হবে। কুমিল্লার দাউদকান্দি, হোমনা, দেবিদ্বার, মেঘনা, তিতাস, চান্দিনা ও মুরাদনগর উপজেলার সমন্বয়ে গঠিত কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক কমিটি। এখানে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ১৯৯২ সালে। সর্বশেষ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে ১৯৯৭ সালে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আ.লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি। তবে এবারের সম্মেলনে শীর্ষ পদগুলোতে কোন নতুন মুখ বা তরুণ নেতৃত্ব আসছে না বলে দলের এক দায়িত্বশীল সূত্র দাবি করে ইনকিলাবকে বলেন, স্বাধীনতা-উত্তর এবং ’৭৫ পরবর্তী সময়ে দলের ক্লান্তিকালে নানা ষড়যন্ত্রের মোকাবেলা করে যেসব নেতারা দলকে আজকের দিন পর্যন্ত টিকিয়ে রেখেছে ও তৃণমূলে যাদের নেতৃত্বের শিখড় বিস্তৃত তারাই শীর্ষ পদগুলোতে আসীন হবেন। এমনটা তৃণমূল নেতাকর্মীদেরও দাবি। তৃণমূল নেতাকর্মীরা বলছেন, আন্দোলনÑসংগ্রামে এবং দলের সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বর্তমান সভাপতি আলহাজ আবদুল আউয়াল সরকার, সাধারণ সম্পাদক আলহাজ জাহাঙ্গীর আলম সরকার, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ হুমায়ন মাহামুদ, সংগঠনিক সম্পাদক বাদল রায়। আর কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দীর্ঘদিন যাবৎ নেতৃত্বে আছেন সাবেক ডেপুটি স্পীকার অধ্যাপক আলী আশরাফ এমপি। আলী আশরাফের নতেৃত্বে জেলার সকল নেতারা ঐক্যবদ্ধ থেকে কুমিল্লা উত্তর জেলা ও ৭টি উপজেলাকে আ.লীগের একটি শক্ত ঘাঁটিতে পরিণত করেছেন। ফলে এবারের সম্মেলনে শীর্ষ পদগুলোতে নেতৃত্বের কিছুটা হেরফের করে উক্ত নেতারাই বহাল থাকছেন বলে দলের ওই দায়িত্বশীল সূত্রটি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সম্মেলন আজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ