Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যান-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৯, ১:২২ পিএম

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় কাভার্ড ভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষে ইসরাফিল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারচালক।
আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসরাফিল নোয়াখালীর বেগমগঞ্জ থানার কোয়ালিয়া এলাকার মৃত মমতাজ মিয়ার ছেলে। তিনি রাজধানীর মিরপুর এলাকায় বসবাস করে ময়মনসিংহে চাকরি করতেন। আহত প্রাইভেটকারের চালকের নাম এনামুল হক।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল আলম জানান, সকালে মিরপুর থেকে প্রাইভেটকারে করে ময়মনসিংহে যাচ্ছিলেন ইসরাফিল। এক পর্যায়ে প্রাইভেটকারটি হোতাপাড়া এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় চালক এনামুল আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও আহত চালককে স্থানীয় একটি হাসপাতালে পাঠায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ