বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর বাজারে র্যাব অভিযান চালিয়ে ভেজাল খাবার বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে রবিউল ইসলাম (৩০) নামের এক ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিউল ঐ এলাকার আব্দুল ওয়াহাবের ছেলে।
বৃহস্পতিবার ( ২২ নভেম্বর) সন্ধ্যায় গোপালপুর বাজারে রবিউল কনফেকসনারীতে র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা অভিযান চালায়।
র্যাব-৫,সিপিসি-২ নাটোর ক্যাম্পের এএসপি এস,এম জামিল জানান, রবিউল কনফেকসনারীতে অভিযান চালিয়ে ২২.৭৫ লিটার ইএফইএস, বাভারিয়ান, রয়েল ঈগল, থ্রী হর্স, শোয়েপস বিদেশী এনার্জি ড্রিংক, ২.২৫ কেজি কিটক্যাট, ৩৫ লিটার ভারতীয় শিশুর তেল ও মেয়াদ উত্তীর্ণ ৩০ কেজি বিস্কুট, ৫০ কেজি টোস্ট, ১০ পাউন্ড জন্মদিনের কেক ও ২৫ কেজি ড্রাই কেক জব্দ করা হয় ও ব্যবসায়ী রবিউলকে আটক করা হয়। পরে লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতির ভ্রাম্যমাণ আদালত মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ কারার অপরাধে রবিউল কনফেকশনারীর মালিক রবিউল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।