Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

রামগড়ে পিতা হত্যা মামলার রায়ে পুত্রের মৃত্যুদণ্ড

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৯, ৬:২৬ পিএম

রামগড়ে পিতা হত্যা মামলার রায়ে পুত্র এরফান আলী (২৯) কে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসাথে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। বুধবার খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মোঃ আলমগীর হাসান এই রায় প্রদান করেন।

২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি রামগড়ে সদু কার্বারী পাড়ার বাগান টিলা এলাকার মাদকাসক্ত ছেলে মাদক সেবনের টাকা না পেয়ে এরফান আলী নিজ ঘরে ঘুমন্ত পিতা জসিম উদ্দিনকে ধারালো বটি দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এঘটনায় নিহত জসিম উদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম পুত্র এরফান আলীকে আসামী করে রামগড় থানায় হত্যা মামলা দায়ের করেন।

পাবলিক প্রসিকিউটর এডভোকেট বিধান কানুনগো রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন মামলা চলাকালীন রাষ্ট্রপক্ষ ১০ জনের স্বাক্ষ্য আদালতে উপস্থাপন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যুদণ্ডাদেশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ