বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর আকন্দপাড়া এলাকায় সোমবার দুপুরে খাস জমিতে ভ্যেকু দিয়ে মাটি কাটার অপরাধে টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তর,জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ অভিযানে একটি ভ্যেকু পুড়িয়ে দেওয়া হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান এর নির্দেশে ভ্যেকুটি পুড়িয়ে দেওয়া হয়। এসময় টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম সহ পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত ছিলেন। জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন,মন্ত্রনালয়ের নির্দেশক্রমে যৌথ অভিযান চালানো হচ্ছে এবং এ অভিযান অব্যাহত থাকবে। কালিহাতি উপজেলার বর্গা সরিষাআটা মধ্যপাড়া এলাকার মৃত হাতেম আলীর ছেলে খলিল ভ্যেকুটির মালিক। সে জমি বিক্রি করে ৩২ লাখ টাকা দিয়ে ভ্যেকুটি ক্রয় করেছিলেন এবং সখিপুর উপজেলার হামিদপুর এলাকার তারা মিয়ার ছেলে মিজানের নিকট ভাড়া দিয়েছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।