Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দোনেশিয়ায় আত্মঘাতী বোমা হামলা : হতাহত ৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৯, ১:০০ পিএম

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার মেদান শহরে পুলিশ সদর দফতরের সামনে একটি আত্মঘাতী বোমা হামলায় একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ৪০ মিনিটে এ হামলার ঘটনা ঘটে। মাসখানেক আগে এখানে এক মন্ত্রীর ওপরও জঙ্গি হামলা হয়েছিল। হামলায় আহত ছয়জনের মধ্যে পাঁচজনই পুলিশ সদস্য।

উত্তর সুমাত্রা পুলিশের মুখপাত্র তাতান দিরসান আতমাজা জানান, হামলায় সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী মারা গেছেন। খবর স্ট্রেইট টাইমস ও রয়টার্সের।
ইন্দোনেশিয়ার কয়েকটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত ফুটেজে হামলার পর পুলিশ সদর দফতরের আশপাশের ভবন থেকে লোকজনকে ছুটে বের হতে দেখা গেছে। তবে হামলার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। কেউ এর দায়ও এখন পর্যন্ত স্বীকার করেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্দোনেশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ