পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্বৈরাচার মুক্তি বা গণতন্ত্র দিবসে যে বক্তব্যে দেশব্যাপী বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে তা প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। কোনো কথা না বাড়িয়ে দুপুরে পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে তিনি দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে গণমাধ্যমের উদ্দেশ্যে পঠিত বিবৃতিতে তিনি বলেন, অনিচ্ছাকৃতভাবে আমার মুখ থেকে নূর হোসেন সম্পর্কে কিছু অযাচিত কথা বেরিয়ে গেছে।
যা নুর হোসেনের পরিবারের সদস্যদের মনে আঘাত লেগেছে। এ জন্য আমি আন্তরিকভাবে দু:খিত। আমি আমার বক্তব্যের জন্য অনুতপ্ত।
বিবৃতি পাঠ শেষে তিনি ফের বলেন, আমার কথায় নুর হোসেনের মা আঘাত পেয়েছেন, আমারও মা আছেন। আমি তার কাছে ক্ষমাপ্রার্থী।
উল্লেখ্য, গত রোববার (১০ নভেম্বর) জাতীয় পার্টির মহানগর উত্তর শাখার উদ্যোগে গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শহীদ নূর হোসেন মাদকাসক্ত ছিলেন বলে মন্তব্য করেছিলেন মহাসচিব মসিউর রহমান (রাঙ্গা)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।