Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সফল রাষ্ট্রনায়ক এরশাদ’ই শুক্রবারকে রাষ্ট্রীয়ভাবে সরকারী ছুটি ঘোষণা করেন-মশিউর রহমান রাঙ্গা এমপি

ছাগলনাইয়ায় ওয়াজ ও দোয়ার মাহফিল

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২০, ১১:৪৫ এএম

জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, ৯২ ভাগ মুসলমানের দেশে মুসলমানদের সুবিধার্থে হুসেইন মুহাম্মদ এরশাদই শুক্রবারকে রাষ্ট্রীয়ভাবে ছুটির দিন ঘোষণা করেছেন। এরশাদ ৯ বছরের সফল রাষ্ট্রনায়ক জীবনের শেষদিন পর্যন্ত কোন অন্যায় করেননি। মানুষ হত্যা করেননি। তিনি গত রবিবার রাতে ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের দুর্ঘাপুর সিংহ নগরে আশরাফুন্নিসা মহিলা মাদ্রাসার উদ্যোগে এক ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন। অত্র মাদ্রাসার সভাপতি, দ্বীন গ্রুপের চেয়ারম্যান ও শিল্পপতি আলহাজ্ব গনি আহামেদের সভাপতিত্বে ও মাদ্রাসার পরিচালক মুফতি কামাল উদ্দিনের সঞ্চালনায় মাহফিলের বয়ান করেন, দারারিপুরের কেকেরহাট পীর সাহেবের সাহেবজাদা মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনছারী, গাজীপুর বোর্ডবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবদুর রহিম আল মাদানী, ঢাকার নারীন্দ্রা সেন্ট্রাল জামে মসজিদের খতিব মাওলানা মুফতী শাহিদুর রহমান মাহমুদা বাদী, মাওলানা শরিফুল ইসলাম ও মাওলানা মুফতী শরিফুল ইসলাম মাহমুদি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ