Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তূর্ণা-নিশীথার চালকসহ গার্ড সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৯, ১২:২৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবাতে ট্রেন দুর্ঘটনার ঘটনায় তূর্ণা-নিশীথা এক্সপ্রেসের চালক (লোকো মাস্টার), সহকারী চালক (সহ, লোকো মাস্টার) ও গার্ডকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ ।
মঙ্গলবার (১২ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোফাজ্জেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, তূর্ণা এক্সেপ্রেসের চালক সিগন্যাল অমান্য করে ভুল লাইনে চলে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার ভোরে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী তূর্ণা নিশিতা ট্রেন দু‘টির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৭ জন নিহত হয় এবং আহত অর্ধশতাধিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেল দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ