Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিহতের পরিবারকে ১ লাখ ও আহতদের ১০ হাজার টাকা দেয়ার ঘোষণা রেলমন্ত্রীর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৯, ১১:৩৬ এএম | আপডেট : ১১:৫০ এএম, ১২ নভেম্বর, ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ স্টেশনে ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। আজ সকালে তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। রেলমন্ত্রী ট্রেন দুর্ঘটনায় নিহতের পরিবারকে ১ লাখ ও আহতদের ১০ হাজার টাকা দেয়ার ঘোষণা দিয়েছেন।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ঘটনাস্থলে যান এবং সে সময় তিনি এ ঘোষণা দেন। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়েছে।
কসবায় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ‘তুর্ণা নিশীথা’র সঙ্গে সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করা ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের সংঘর্ঘে শেষ খবর পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। সোমবার (১১ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে উপজেলার মন্দবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে কসবায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে দু’টি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিসহ মোট তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।



 

Show all comments
  • Raihanul Islam ১২ নভেম্বর, ২০১৯, ১১:৪৩ এএম says : 0
    Please change your operation team! Need world class operator!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেল দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ