Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রেন দুর্ঘটনায় কুমেক মেডিকেলে ভর্তি হওয়া আহত শিশু যাত্রীর মৃত্যু

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৯, ১১:২৭ এএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দাবাগ রেলষ্টেশনে মঙ্গলবার গভীর রাত তিনটায় তূর্ণা নিশিথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনায় ১৬জন নিহত এবং শতাধিত যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ভোরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৮জন পুরুষ, ৫জন নারী ও একজন শিশু ভর্তি হয়। সকাল ৭টায় ৫/৬ বছর বয়সী ফারজানা নামের শিশুটি হাসপাতালে আনার পরই মারা যায়। আর আহতদের মধ্যে ৫জন পুরুষ ও ৫জন নারী চিকিৎসা শেষে সকাল ১০টায় হাসপাতাল ত্যাগ করেছেন। গুরুতর আহত ৩ পুরুষ যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাপতালের চিকিৎসক, নার্সরা ভোরবেলা থেকেই আহতদের সার্বিক চিকিৎসাসেবা দিয়ে আসছেন। সকাল ১১টায় কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম কুমেক হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। আহতদের চিকিৎসার ব্যয়বার কুমিল্লা জেলা পুলিশ বহন করবে বলে পুলিম সুপার জানিয়েছেন।
এদিকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট রেল যোগাযোগ বন্ধ থাকায় কুমিল্লা রেল ষ্টেশনে এসব গন্তব্যের অপেক্ষামান যাত্রীদের মধ্যে উদ্বেগ লক্ষ্য করা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেল দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ