বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। রবিবার সকাল থেকে ঘূর্ণিঝড় বুলবুল তান্ডব চালায় দেশের দক্ষিন উপকুল অঞ্চলে দুপুরে এর প্রভাব পড়ে কোটালীপাড়ায় এতে উপজেলার বিভিন্ন গ্রাম অঞ্চলে গাছ পড়ে কাচা-পাকা বাড়ী-ঘর পল্ট্রি ফার্ম বিদ্ধস্থ হয়ে রাস্তাঘাট বন্ধ হওয়ায় জনসাধারনের চলাচলে বিঘœ ঘটে। এদিকে শুক্রবার থেকেই বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। বুলবুলের আঘাতে বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুটি উপড়ে পড়ে ও ভেঙ্গে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে ফলে মোবাইল ফোন ও ইন্টারনেট সুবিধা পাচ্ছে না কেউ। এতে করে সাধারন মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপর দিকে ঘুর্ণিঝড় বুলবুলে গাছের ডাল পরে বান্ধাবাড়ী গ্রামে সেকেল হাওলাদার (৭৫) নামের এক বৃদ্ধ মৃত্যুবরণ করেছেন। অন্য দিকে পূর্বপাড়া গ্রামে মুক্তিযোদ্ধা বিদ্যাধর বিশ্বাস, উলাহাটি সেলিম মিয়া, ভুতেরবাড়ী গ্রামে উপানন্দ বিশ্বাস, কালাচাঁদ বিশ্বাস, সন্ধ্যা বিশ্বাস, বাঘলবাড়ী গ্রামে নিখিল হালদার, বিজয় হালদার, পলটানা গ্রামে সাধন রায়, লাটেঙ্গা গ্রামে প্রদীপ বিশ্বাস, অসিম বিশ্বাস, ভুতেরবাড়ী গ্রামে নগেন বিশ্বাস, গচাপাড়া গ্রামের নিতাই মধু ও কলাবাড়ী গ্রামে জয়দেব ভ্রহ্মচারীর সেবাআশ্রমের উপর গাছ পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও সিকির বাজার মেইন সড়কের পাশে গাছ পড়ে বিদ্যুতের খুটি উপড়ে পড়ায় বিদ্যুৎ বিচিছন্ন রয়েছে। তাছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে গাছ পড়ে কাচাঁ-পাকা ঘর, পল্ট্রি ফার্ম ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে শুক্রবার দিন থেকেই এলাকায় মাঝারী বৃষ্টি আর দমকা হাওয়া বইতে শুরু করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।