বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাটের শরণখোলায় ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত ২৭০পরিবারকে সরকারি অনুদান প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারের হাতে তিন হাজার করে টাকা এবং এক বান্ডিল ঢেউটিন তুলে দেন ইউএনও সরদার মোস্তফা শাহিন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রনজিৎ সরকার, খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বলেন, ঘূর্ণিঝড় বুলবুলে উপজেলার চারটি ইউনিয়নে সার্বিকভাবে ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে শুধুমাত্র যাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে তাদেরকেই সরকারি এই অনুদান দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ যৌথভাবে যাচাইবছাইয়ের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।