Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে মাছ পানি থেকে ডাঙায় থাকতে পছন্দ করে বেশি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৯, ২:২৬ পিএম

মাছ বলতেই আমরা পানিতে বাস করা প্রাণী বুঝি। পৃথিবীর প্রায় সকল মাছই পানিতে বসবাস করে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য কিছু মাছ শুধুমাত্র পানিতে বাস করতে পছন্দ করে না। তেমনই একটি মাছ মাডস্কিপার।
এই আশ্চর্য মাছ পানির চেয়ে ডাঙাতেই থাকতে বেশি পছন্দ করে। তারা ডাঙাতে বেশি সময় ব্যয় করতে পারে কারণ তাদের ত্বকে রয়েছে অক্সিজেন গ্রহণের বিস্ময়কর বৈশিষ্ট্য।
‘সুনশেয়ন বে’ দক্ষিণ কোরিয়ার মূল ভূখন্ডের দক্ষিণ প্রান্তে অবস্থিত। ওই জায়গাটি ডাঙাও নয় আবার সাগরও নয়। ভাটার সময় সাগরের পানি আট কিলোমিটার দূরে চলে যায়। তখন বিশাল কাদাভূমি জেগে ওঠে। এই কাদার মধ্যেই দাপটের সঙ্গে বেঁচে থাকে, চলাফেরা করে মাডস্কিপাররা।
এই অঞ্চলে কয়েক প্রজাতির মাডস্কিপার বাস করে। শাটল হপফিশ এদের মধ্যে সবচেয়ে ছোট আকারের। সাধারণত পুরুষ মাডস্কিপাররা লড়াকু স্বভাবের হয়। নারী বিশেষ নাচের মাধ্যমে সঙ্গীদের আকর্ষণ করে তারা। সঙ্গী রাজি হলে তারা একে অপরে মাটির নিচে গর্তে ঢুকে যায়। সেখানেই তারা মিলিত হয়।
মাডস্কিপারের সবচেয়ে বড় বিপদ হলো স্থানীয় শিকারি। এই মাছের স্বাদ খুব ভালো না হলেও স্থানীয়রা এটিকে খাবার হিসেবে গ্রহণ করেছে। এবং প্রতিনিয়ত মাডস্কিপার স্বীকার করে তারা। চীনা ঔষধ শিল্পেও মাডস্কিপার বহুল ব্যবহৃত। শিকারির হাত থেকে বাঁচতে কাদার ভিতর ছোট ছোট গর্তে ঢুকে পড়ে তারা। সূত্র: বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাছ

১১ আগস্ট, ২০২২
২৩ জুলাই, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ