মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে ইবোলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনতে পরিচালিত এক সামরিক অভিযানে ২৫ জঙ্গি নিহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেসের (এডিএফ) এর সদস্যদের নিয়মিত হামলার কারণে ওই এলাকায় ইবোলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছিল। গত ৩০ অক্টোবর থেকে জেনারেল জ্যাকুয়েস এনডুরু এর নেতৃত্বে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়। এছাড়া সামরিক অভিযানের সময় দেশটির সাত সৈন্যও নিহত হয়েছে।
আফ্রিকার আরেক দেশ উগান্ডার জঙ্গি বিদ্রোহী গোষ্ঠী এডিএফ কঙ্গো ও উগান্ডার সীমান্ত বরারব অঞ্চলে দুই দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন হামলার ঘটনা ঘটছে।
১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত চলা যুদ্ধের আনুষ্ঠানিক অবসানের দীর্ঘদিন পরও কঙ্গোর পূর্বাঞ্চলে যে সশস্ত্র গোষ্ঠীগুলো তৎপর রয়েছে এডিএফ তাদের অন্যতম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।