বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পিরোজপুরের মঠবাড়িয়ায় রোববার সকালে ঘূর্ণিঝড় আঘাত হানে। সকাল ৯টার দিকে বুলবুলের প্রবল বাতাস ও পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলায় ঘর-বাড়ি, রাস্তা-ঘাট, গাছপালা, ফসল ও মৎস সম্পদের ব্যপক ক্ষতির আশংকা করা হচ্ছে। বলেশ্বর তীরবর্তী বেরিবাঁধ সরচেয়ে অরক্ষিত অবস্থায় আছে।
উপজেলার বিভিন্ন স্থান থেকে কাঁচা ঘরবাড়ি ও গাছ-পালা ভেঙ্গে পড়ার খবর পাওয়া যাচ্ছে। মঠবাড়িয়া পৌর শহরের ১নং ওয়ার্ডে মো বাবুল হোসেনের ঘরের উপর একটি বিশাল গাছ উপরে পরে ঘরের মধ্যে স্ত্রী রোকসানা ও ২ সন্তান আটকা পরে। স্থানীয়রা পরে তাদের উদ্ধার করে। গাছ উপরে পরে বিভিন্ন সড়কে চলাচল বন্ধ হয়ে গেছে।
এদিকে পানি স্বাভাবিক অবস্তার চেয়ে ২/৩ ফুট বৃদ্ধি পেয়ে রাস্তা-ঘাট ও বাড়িঘর প্লাবিত হয়েছে। মিরুখালী-ধানীসাফা সড়কের উপর দিয়ে প্রবল রেগে পানি ঢুকে বাড়িঘর তলিয়ে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।