Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাণীশংকৈলে পৌর আ.লীগের নির্বাচনে সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, সম্পাদক রফিউল ইসলাম

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৯, ৯:৫৫ এএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৌর আ'লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে জাহাঙ্গীর আলম সরকার ও সাধারণ সম্পাদক পদে সাবেক ভিপি রফিউল ইসলাম নির্বাচিত হয়েছে।
৯নভেম্বর শনিবার বিকেল ৫টা দলীয় কর্যালয়ে উপজেলা আ'লীগের সভাপতি অধ্যাপক সইদুল হকের নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে জাহাঙ্গীর আলম সরকার ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাধন বসাক ৬০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে সাবেক ভিপি রফিউল ইসলাম ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাদেব বসাক ১১৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সভাপতি অধ্যাপক সইদুল হক জানান, মোট ভোট ছিল ২৫৫ টি। ১০০% ভোট গ্রহণ হয়েছে। তার মধ্যে ৫টি ভোট নষ্ট হয়েছে। তিনি বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সমাপ্ত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন কমিটি

১৩ ফেব্রুয়ারি, ২০২২
৮ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ