বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘ব্যাঙ্গাত্মক’ পোস্ট দেয়ার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই ছাত্রী হলেন- বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আই আই টি) এর ৪৪ তম ব্যাচের শিক্ষার্থী মুমিতুল মিম্মা।
শনিবার সাভার উপজেলার ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান ‘ডিজিটাল নিরাপত্তা আইনে’ মামলাটি দায়ের করেন। এতে বলা হয়, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে মানহানি করাসহ আইন-শৃঙ্খলা অবনতি ঘটানো ও সহযোগীতার অপরাধ’এ এই মামলা দায়ের করা হয়েছে।
এদিকে সাভার উপজেলার ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান আশুলিয়া থানার অফিসার ইনচার্জ বরাবর করা অভিযোগপত্রে আরও উল্লেখ করেন, “গত ০৯/১১/২০১৯ তারিখ সাড়ে ৮টার দিকে আমরা আইডির মাধ্যমে দেখতে পাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মুমিতুল মিম্মা তার পেইজের মাধ্যমে জাবিতে চলমান কথিত আন্দোলনকে গতিশীল করার উদ্দেশ্যে বিভিন্ন প্রকার মিথ্যা, বানোয়াট, কল্পনা প্রসূত পোস্ট দিয়ে সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে মিথ্যা মানহানীকর তথ্য প্রকাশ করে ছাত্র সমাজের মধ্যে নিরাপত্তাহীনতা ও ভয়-ভীতি সঞ্চার করিতেছে। তার ফেইসবুক থেকে বর্তমান ভিসি প্রফেসর ফারজানা ইসলাম এর কুশপুত্তলিকা দাহ সম্পর্কে ‘জাবিতে ফারজানা কুশপুত্তলিকা দাহ প্রসঙ্গে কতিপয় যোনী সর্বস্ব নারী ডুকরে কেঁদে বলেছিলেন শাড়িতে আগুন দেওয়া মানে সমগ্র নারী জাতীর অপমান।’ আরেকটি পোস্টে প্রধামন্ত্রীর একটি নিউজ শেয়ার দিয়ে লেখা হয় ‘হে হে হে মাদার অব অল ক্ষেপেছে, চাবুক ছুড়ে মেরেছ’। এছাড়া ছাত্রীদের উপর ছাত্রলীগের হায়েনা লেলিয়ে দিয়েছে বলে বিভিন্ন প্রকার পোস্ট ও ছবি পাঠিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করে ও বিশ্ববিদ্যালয়ের ইচ্ছাকৃত ছাত্রছাত্রীদের মধ্যে ভয়-ভীতির সঞ্চার করে। ছাত্র সমাজের মধ্যে ঘৃনা ও বিদ্বেষ সৃষ্টি করিয়া অস্থিরতা ও বিশৃঙ্খলার মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে বলে তিনি অভিযোগ পত্রে দাবি করেন।”
তবে বিশ্ববিদ্যালয়ে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে চলমান আন্দোলনের মুখপাত্র অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘ওই ছাত্রী আমাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত না।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।