Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজাপুরে মাদকাসক্ত পুত্রের হাতে পিতা খুন

রাজাপুর(ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৯, ১:৩৫ পিএম

ঝালকাঠির রাজাপুর উপজেলা সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালী গ্রামে নেশার অর্থ না দেয়ায় (৮ নভেম্বর) শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৮ টায় পুত্রের হাতে পিতা খুন হয়েছেন। ঘটনার পর ঘাতক পুত্র হৃদয় (১৮)( আল্লাদির পোলা ) পালিয়ে যায়। পুলিশ হত্যাকাণ্ডের শিকার মোঃ দেলোয়ার কাজির বাড়ি পরিদর্শন করেছে।নিহতের পিতার নাম আবদুল হাই কাজি

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত দেলোয়ার ১ পুত্র ১ কন্যার জনক, স্ত্রী ফাতেমা ওরফে আল্লাদি। ঘাতক পুত্র হৃদয় নিয়মিত মায়ের আদলে মাদকাসক্ত ছিল
বয়স ১৮ বছর। মা ঘাতক এ পুত্রকে ২/৩ তিনটি বিবাহ করিয়েছে।ঘটনার দিন রাতে বাবা দেলোয়ার এশার নামাজ পরে হৃদয় বাবার কাছে টাকার জন্য চাপ দেয়। এ নিয়ে একপর্যায়ে পুত্র হৃদয় পিতাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে,, পরে রাত আড়াইটায় তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।স্থানীয়রা জানায় --হৃদয় মাদকাসক্ত,হৃদয় তার বাবার মাথায় রডের কোপে কপালে ঢুকে সমানে দিয়ে পিছনে রড বেড়িয়ে যায় এবং রক্তক্ষরণ হয় পথে তার মৃত্যু হয়। ঘাতককে পালাতে মা সহযোগীতা করেছে বলে অভিযোগ উঠেছে।রাজাপুর থানা পুলিশ ডিউটি অফিসার জানায়- ওসি সাহেব ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে।কোন অভিযোগ না পাওয়ায় মামলা রেকর্ড হয়নি।ঘাতক পলাতক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ