Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত একাদশে পরিবর্তন আসছে!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৯, ১২:০৫ পিএম

শক্তিমত্তায় যোজন যোজন এগিয়ে ভারত। তবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি তারা। এখন সিরিজ হারের শঙ্কায় টিম ইন্ডিয়া। দ্বিতীয় টি-টোয়েন্টিতে একটু পা ভড়কালেই ঘটবে সর্বনাশ।

এ অবস্থায় বেশ সতর্ক ভারত। দরকারে একাদশে পরিবর্তন আনতে পারে তারা। তবে সবকিছু নির্ভর করছে উইকেটের ওপর। দিল্লির উইকেট ছিল স্পিন সহায়ক। পেসাররাও ভালো সুবিধা পেয়েছে। তবে রাজকোটের পিচ হতে পারে ব্যাটিং সহায়ক। উইকেট ব্যাটিং স্বর্গ হলে বোলিংয়ে রদবদল আনতে পারেন মেন ইন ব্লুরা।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রোহিত বলেন,একাদশে পরিবর্তন আনার বিষয়টি পিচের ওপরই নির্ভর করবে। ব্যাটিং লাইনআপ নিয়ে আমাদের দুঃশ্চিন্তা নেই। একাদশে পরিবর্তন এলে সেটি হবে বোলিং বিভাগে অদলবদল।

তিনি বলেন,গত ম্যাচে কী হয়েছে আমরা ইতিমধ্যে তা ভুলে গেছি। অবশ্য ওই ম্যাচের পিচ অনুযায়ী টিম কম্বিনেশন ভালো ছিল। আজ আবার পিচ দেখে বোলিং লাইনআপ নিয়ে ভাববো। ব্যাটিং অর্ডার ঠিক আছে। এ ডিপার্টমেন্টে পরিবর্তনের প্রয়োজন নেই।

ভারতীয় অধিনায়ক বলেন, টেস্ট ও ওয়ানডেতে আমাদের নির্দিষ্ট দুটি দল আছে। তবে টি-টোয়েন্টিতে নেই। এ ফরম্যাটে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়। এতে খেলে তরুণরা বাকি দুই সংস্করণের জন্য নিজেদের প্রস্তুত করে। তবে যেভাবেই হোক, আমাদের এ ম্যাচ জিততে হবে। এটাই প্রথম চাওয়া।

সেই লক্ষ্যেই বৃহস্পতিবার সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে নামবে ভারত। এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় সেখানে টাইগারদের মোকাবেলা করবে তারা। এখন স্বাগতিকরা কামব্যাক করেন না সফরকারীরা সিরিজ জিতে ইতিহাস গড়েন-তাই দেখার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি-টোয়েন্টি

১৪ নভেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ