Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসএ গেমসের খেলা শুরু ২৭ নভেম্বর

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৯, ৭:৫৩ পিএম

সব শঙ্কা কাটিয়ে অবশেষে নেপালেই বসছে সাউথ এশিয়ান (এসএ) গেমসের ১৩তম আসর। আগামী ১ ডিসেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে এবারের এসএ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও খেলা শুরু হচ্ছে ২৭ নভেম্বর থেকে। এদিন ত্রিপুরেশ্বরি কভার্ড হলে ভলিবল ডিসিপ্লিনের খেলা দিয়ে গেমসের কার্যক্রম শুরু হবে। নেপাল এসএ গেমসের পর্দা নামবে ১০ ডিসেম্বর।

এবারের আসরে ২৭টি ডিসিপ্লিন থাকছে। এগুলো হল- আরচ্যারি, অ্যাথলেটিক্স, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং, সাইক্লিং, ফেন্সিং, টেবিল টেনিস, হ্যান্ডবল, ভলিবল, উশু, তায়কোয়ান্ডো, ভারোত্তোলন, সাঁতার, কুস্তি, শ্যুটিং, গলফ, কারাতে, কাবাডি, জুডো, খো খো, স্কোয়াশ, টেনিস, প্যারাগ্রাইডিং ও ট্রয়াথলন। তবে শেষ দুই ডিসিপ্লিন এবং নারী ফুটবলে অংশ নেবে না বাংলাদেশ।

নেপাল এসএ গেমসকে সামনে রেখে চলতি বছরের ১৫ জুলাই থেকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) অর্থায়নে ২৫ ডিসিপ্লিনের মধ্যে ২৩টির অনুশীলন ক্যাম্প শুরু হয় বাংলাদেশ দলের। ক্রিকেট ও ফুটবল নিজেদের অর্থায়নে ক্যাম্প করছে। দু’মাস অনুশীলনের পর ১৬ সেপ্টেম্বর ১৫৯ জন ক্রীড়াবিদ বাদ দিয়ে ৬২৪ জনকে রাখে বিওএ। ১ নভেম্বর দ্বিতীয় দফা বাছাই শেষে ২৫ ডিসিপ্লিনের জন্য ৫৮৯ জন ক্রীড়াবিদ চূড়ান্ত করে তারা। বিওএ’র দায়িত্বশীল একটি সূত্র জানায়, ক্রীড়াবিদ, কোচ ও কর্মকর্তা মিলিয়ে এবারের এসএ গেমসে বাংলাদেশ থেকে ৬৩০ জনের একটি কন্টিনজেন্ট যাবে নেপালে।

ডিসিপ্লিন শুরু ও শেষের দিনক্ষণ: ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ভলিবল, ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর উশু, খো খো ৩০ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর, ব্যাডমিন্টন ১ থেকে ৬ ডিসেম্বর, কারাতে ১ থেকে ৪ ডিসেম্বর, টেনিস ১ থেকে ৯ ডিসেম্বর, ক্রিকেট ২ থেকে ৯ ডিসেম্বর, গলফ ও টেবিল টেনিস ২ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত, তায়কোয়ান্ডো ২ থেকে ৫ ডিসেম্বর, আরচ্যারি ৩ থেকে ৭ ডিসেম্বর, ফুটবল (পুরুষ) ১ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত, শ্যুটিং ৩-৮ডিসেম্বর, হ্যান্ডবল ৪-৯ ডিসেম্বর, কাবাডি ৪-৯ ডিসেম্বর, বাস্কেটবল ৫-১০ ডিসেম্বর, থ্রি নট থ্রি বাস্কেটবল ৭ থেকে ৯ ডিসেম্বর, সাঁতার ৫-৯ ডিসেম্বর, স্কোয়াশ ৫-৯ ডিসেম্বর, বিচ ভলিবল ৫-৯ ডিসেম্বর, ভারোত্তোলন ৫-৯ ডিসেম্বর, বক্সিং ৬-১০ ডিসেম্বর, ফেন্সিং ৬-৯ ডিসেম্বর, কুস্তি ৬-৯ ডিসেম্বর এবং জুডো ৭ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসএ গেমস

১ জানুয়ারি, ২০২০
১০ ডিসেম্বর, ২০১৯
৯ ডিসেম্বর, ২০১৯
৯ ডিসেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ