বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের ফৌজদার হাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক সেনা সদস্য নিহত এবং একজন আহত হয়েছেন। নিহত শেখ সাব্বির আহমদ (৩৮) সেনাবাহিনীর একজন সৈনিক। তিনি ভাটিয়ারী মিলিটারি একাডেমীতে (বিএমএ) কর্মরত ছিলেন। খুলনা ফুলতলা উপজেলার শিরোমনি পশ্চিমপাড়া এলাকার শেখ জামিল আহমদের একমাত্র ছেলে সাব্বির।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির (শাহনেওয়াজ ইডেন পার্ক) সামনে এ দুর্ঘটনা ঘটে।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল আউয়াল জানান, বিএমএ’র দুই সৈনিক মোটরসাইকেল যোগে চট্টগ্রাম শহর থেকে ভাটিয়ারী মিলিটারি একাডেমিতে যাচ্ছিরেন। পথে ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির সামনে একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন তারা। এসময় অন্য একটি গাড়ী তাদের চাপা দিলে সাব্বির ঘটনাস্থলেই মারা যান। আহত অপর সৈনিক আনোয়ার হোসেন গুরুত্বর আহত হন। তাকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র : ইউএনবি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।