Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের দুই ছবি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

৮ নভেম্বর থেকে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ‘২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। উৎসব উদ্বোধন করবেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন, শর্মিলা ঠাকুর, সঞ্জয় দত্ত, রাখী গুলজার প্রমুখ। উৎসবে ৭৬টি দেশের মোট ২১৪টি ফিচার ফিল্ম দেখানো হবে। যার মধ্যে থাকবে ১৫২টি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ও তথ্যচিত্র। উৎসবে বিদেশি ছবির ক্ষেত্রে পুরস্কার মূল্য ৫১ লাখ টাকা, বিদেশি পরিচালকের জন্য পুরস্কার ২১ লাখ টাকা। ভারতীয় ছবির জন্য পুরস্কার মূল্য ৭ লাখ টাকা এবং পরিচালকের পুরস্কার মূল্য ৫ লাখ টাকা। উৎসবে অংশ নিচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের আলোচিত ছবি ‘আলফা’। এছাড়া ‘চন্দ্রাবতী কথা’ উৎসবে প্রদর্শনীর মধ্য দিয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। এ ছবির নির্মাতা এন রাশেদ চৌধুরী। ছবিটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জানুয়ারির প্রথম সপ্তাহে। ছবিটি নিবেদন করেছে বসুন্ধরা এলপি গ্যাস। ছবিটির টিভি ও অনলাইন স্বত্ব কিনে নিয়েছে চ্যানেল আই। ছবিটি এই উৎসবের ‘এশিয়ান সিলেক্ট নেটপ্যাক অ্যাওয়ার্ড’ বিভাগে মনোনীত হয়েছে। সরকারি অনুদানপ্রাপ্ত ছবিটি প্রযোজনা করেছে যৌথভাবে ম্যানগ্রোভ পিকচারস ও বেঙ্গল ক্রিয়েসন্স। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষে ‘চন্দ্রাবতী কথা’ অংশ নেবে ইন্দোনেশিয়ার-যোগ জাকার্তা শহরে অনুষ্ঠিতব্য ১৪তম জগজা-নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভালে। এ ফেস্টিভ্যালে ছবিটি ‘ফোকাস অন বেঙ্গলি ফিল্ম’ শাখায় প্রদর্শিত হবে। ফেস্টিভ্যাল শুরু হবে আগামী ১৯ নভেম্বর থেকে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ