বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আড়াইহাজার উপজেলার সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালনের অবহেলার কারণে ৩ জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা চালাকালীন সময়ে এই ঘটনা ঘটে।
এরা হলেন, সদাসদী বহুমুখি উচ্চ বিদ্যালয়ের ১৮ নং কক্ষে দায়িত্বরত চৈতনকান্দা গোলাম মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুণ অর রশিদ, সদাসদী বহুমুখি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু তাহের ও গোপালদী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পারভিন আক্তার।
সহকারী কমিশনার (ভুমি) মো: উজ্জল হোসেন জানান, পরীক্ষার কেন্দ্রে পরিদর্শনে গিয়ে বাহিরে প্রচুর লোক নকল দেওয়ার চেস্টা করছে। পরে এদের ধাওয়া দিয়ে ছাত্রভঙ্গ করে এক বহিরাগতকে আটক করা হয় ।
এক পর্যায়ে সদাসদী কেন্দ্রে ১৮ নং কক্ষে গিয়ে শিক্ষকদের দায়িত্ব পালনের বিষয়টি ধরা পড়ে। অবহেলার কারণে তাদের কারণ দর্শানোর নোটক পূর্বক পরবর্তী সকল পরীক্ষার দায়িত্ব পালন করা থেকে অব্যাহতি দেওয়া হয়। ৫ নং কক্ষেও দায়িত্ব পালনের অবহেলার কারণে গোপালদী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা পারভিন আক্তারকে অব্যাহতি দেওয়া হয়।
তিনি আরো জানান, সদাসদী কেন্দ্রের বাহিরে নকল দেওয়ার অভিযোগে ফায়জুল নামের একজনকে আটক করা হয়।
আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন জানান, পরীক্ষা সুন্দর ভাবে পরিচালনা করার জন্য সকল প্রকার ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।