Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বুরকিনা ফাসোর পুলিশ ফাঁড়িতে হামলা, নিহত ১০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৯, ১২:৩২ পিএম

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে মালি সীমান্তবর্তী একটি নিরাপত্তা ফাঁড়িতে হামলায় কমপক্ষে পাঁচ পুলিশ সদস্য ও পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে।
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর সংঘাতপূর্ণ উত্তরাঞ্চলে সর্বশেষ ভয়াবহ হামলার ঘটনা এটি। দেশটি তথাকথিত জিহাদিদের বিরুদ্ধে লড়াই করছে। আর এ যুদ্ধে শত শত মানুষ প্রাণ হারিয়েছে। বার্তা সংস্থা এএফপি ও বাসস এ খবর জানিয়েছে।
নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, অস্ত্রধারী অনেক মানুষ গত সোমবার ভোরে আওয়ারসির একটি পুলিশ ফাঁড়িতে হামলা চালায়।
‘কয়েক ঘণ্টা বন্দুকযুদ্ধের পর হামলাকারীরা এ নিরাপত্তা ফাঁড়ির ভেতরে ঢুকে পড়ে। এ হামলায় দুর্ভাগ্যজনকভাবে আমরা পাঁচ পুলিশ সদস্যকে হারিয়েছি,’ যোগ করেন ওই নিরাপত্তা সূত্র।
অপর এক সূত্র জানায়, এ হামলায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাঁরা একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন।
উদালান প্রদেশের ওই ফাঁড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলায় ফাঁড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে।
গত রোববার বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে জিহাদিদের হামলায় ডেপুটি মেয়রসহ চারজন নিহত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গি হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ