বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ জন এবং আহত হয়েছে ১জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২ নভেম্বর (শনিবার) ১১টায় রাণীশংকৈল-নেকমরদ অভিমুখে মহাসড়কে আম্বর মাষ্টারের বাড়ীর সামনে মাইক্রোবাস ও মোটরসাইকেল সংঘর্ষে ঘটনা স্থলে নিহত হয়েছে ১ জন এবং গুরুতর আহত হয়েছে ১ জন।
এসময় ফায়ার সার্ভিস সদস্যরা খবর পেয়ে তাদের উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত্যু ঘোষণা দিয়েছেন এবং অপর জনকে গুরুতর আহত অবস্থায় রংপুর হাসপাতালে রেফার্ড করেন।
নিহত ব্যক্তি হলেন উপজেলার ভরনিয়া বড়িপাড়া গ্রামের জুয়েদ আলীর ছেলে আক্তারুল ইসলাম আপেল (১৭), আহত ব্যক্তি একই গ্রামের আনোয়ারের ছেলে দেলুয়ার হোসেন(৩০)। আহত ব্যক্তিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে হরিপুরের একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-ছ ১১-২১১৩) এর সাথে রাণীশংকৈল থেকে আসা দু’জন মোটরসাইকেল আরোহীর সাথে সংঘর্ষ ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ আ: মান্নান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।