Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়া খ্রীষ্টীয় উপাসনালয়ে মহিলা সমিতির সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বগুড়া খ্রীস্ট্রিয় ম-লীর মহিলা সমিতির আয়োজনে শুক্রবার দিনব্যাপী এক মহিলা সমাবেশ গোহাইল রোডে উপাসনালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশ মহিলা কমিটির কনভেনার মিসেস ছবি বিশ্বাসের সঞ্চলনায় সভাপতিত্ব করেন মহিলা সমিতির সভাপতি ও জাতীয় চার্চ পরিষদের চিলড্রেন মডারেটর ডা. রিটা মন্ডল। উক্ত সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন বগুড়া খ্রীষ্টিয় ম-লীর সভাপতি অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডি।
শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, নারীর ক্ষমতায়নে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের অবস্থা ও অবস্থানের পরিবর্তন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। অথনৈতিক ও সামাজিত ক্ষেত্রে নারীকে স্বাবলম্বী এবং ক্ষমতাবান করার জন্য নারীর ক্ষমতায়নের কোন বিকল্প নেই। নারী ক্ষমতায়ন এমন একটি নতুন ধারা গড়ে তুলবে যেখানে নারী ও পুরুষ সকল সম্পদের ব্যবহার করবে শুধুই সমতার সঙ্গে নয় বরং নিরাপদ ও সুস্থভাবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আলোকপাত করেন সিএলবি বাংলাদেশ বগুড়ার টিম লিডার বিধানবালা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া খ্রীস্টিয় ম-লীর সাবেক পালক প্রধান মি. সৌরভ বিশ্বাস, পালক মি. গিলবার্ট মৃধা, সম্পাদক আশের মাইকেল বেসরা, কোষাধ্যক্ষ মি. টমাস অর্পন ম-ল, প্রাচীন বুলবুল ব্যাপারী জর্জেট, স্বপন সরেন প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সমাবেশ

২৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ