Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের সেরা সুযোগ বলছেন লক্ষ্মণ

‘টি-টোয়েন্টি সিরিজ জিতবে ভারত’

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

 বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে বলে মনে করছেন দেশটির সাবেক তারকা ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ। ভারতকে তাদের মাটিতে হারানোর জন্য বাংলাদেশেরএটাই সেরা সুযোগ বলে মনে করছেন তিনি। তবে বাংলাদেশকে শক্তিশালী দল বলে উল্লেখ করলেও তার ধারণা, টি-টোয়েন্টি সিরিজ জিতবে ভারতই।

দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে আগামীকাল নভেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ক্রিকেটের ক্ষুদ্রতম এই সংস্করণে ভারতের বিপক্ষে কখনোই জিততে পারেনি বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় বোর্ড বিশ্রাম দিয়েছে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। অন্যদিকে, আইসিসির নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ দলে নেই সেরা তারকা সাকিব আল হাসান। পারিবারিক কারণে ভারতে যাননি তামিম ইকবালও। তাদের অনুপস্থিতিতেও বাংলাদেশের ব্যাটিং লাইন-আপকে শক্তিশালী মানছেন লক্ষ্মণ, দেখছেন না খাটো করে। ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার স্পোর্টসের ‘গেম প্ল্যান’ নামক অনুষ্ঠানে এই ক্রিকেট বিশ্লেষক বলেছেন, ‘ভারতকে তাদের মাটিতে হারানোর জন্য এটাই বাংলাদেশের সেরা সুযোগ। কারণ তাদের ব্যাটিং লাইনআপে গভীরতা রয়েছে।’

বাংলাদেশের ১৫ সদস্যের টি-টোয়েন্টি দলে বিশেষজ্ঞ স্পিনার তিনজন- আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি ও তাইজুল ইসলাম। পেসার আছেন চারজন- আবু হায়দার রনি, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম। তবে বাংলাদেশের বোলিং আক্রমণে স্পিনারদের তুলনায় পেসারদের তুলনামূলক অনভিজ্ঞ বলে মনে করছেন ৪৪ বছর বয়সী লক্ষ্মণ। তাই তার বিশ্লেষণ, চাপটা নিতে হবে মুস্তাফিজকে, ‘বোলিং বিভাগে ভালো করার জন্য মুস্তাাফিজের ওপর চাপ থাকবে। কারণ দলটির স্পিনারদের তুলনায় পেসাররা বেশ অনভিজ্ঞ। শুরুর দিকে নতুন বলে দ্রুত উইকেট নেওয়ার ক্ষেত্রে মুস্তাফিজকে মূল ভূমিকা পালন করতে হবে।’

ভারতের উইকেটগুলো বরাবরই স্পিনবান্ধব। এবারও তার কোনো ব্যতিক্রম হবে না। তাছাড়া ভারত এই সিরিজে পাচ্ছে না জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া ও ভুবনেশ্বর কুমারের মতো পেসারদের। সেকারণে লক্ষ্মণ মনে করছেন, বাংলাদেশের মতো ভারতেরও অভিজ্ঞ স্পিন বিভাগই ম্যাচে পার্থক্য গড়ে দেবে, ‘ভারতের বোলিং লাইনআপ অনভিজ্ঞ। তাই আমি আশা করছি, যুজবেন্দ্র চাহাল তিন ম্যাচেই খেলবে।’

কোহলি না থাকলেও ভারতের ব্যাটিং বিভাগ অত্যন্ত শক্তিশালী। আছেন রোহিত, আছেন লোকেশ রাহুল ও শিখর ধাওয়ানের মতো ব্যাটসম্যান। ফলে ব্যাটিং সামর্থ্যে এগিয়ে থাকায় টি-টোয়েন্টি সিরিজ ভারতই জিতবে বলে মন্তব্য করেছেন লক্ষ্মণ, ‘এটা স্বাগতিক দলের জন্য একটি কঠিন সিরিজ হতে যাচ্ছে। কারণ বাংলাদেশও শক্তিশালী দল নিয়ে এসেছে। তবে আমার মনে হয়, ভারত ২-১ ব্যবধানে জিতবে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ