Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমানে আসনের নিচে ছয় কেজি সোনা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৯, ১২:২২ পিএম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে ছয় কেজি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিম টিম। বাংলাদেশ বিমানের বিজি ০২২ ফ্লাইটের (মাস্কট টু ঢাকা) আসনের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় এসব সোনার বার।

আজ বুধবার (৩০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) মো. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, সকাল ৮ টা ৪০ মিনিটের দিকে শাহজালালে বিমানটি অবতরণ করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিমানটি তল্লাশি করতে যাই। এরই মধ্যে বিমানের সকল যাত্রী নেমে যায়।

এরপর বিমানের সিটের (২২ নম্বর) নিচ থেকে পরিত্যাক্ত অবস্থায় পাঁচ কেজি ৮০০ গ্রাম (৫০টি) সোনার বার উদ্বার করা হয়, যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা। মো. সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় সাধারণত বিমান জব্দ করা হয়। তবে এ বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।



 

Show all comments
  • মজদুর জনতা ৩০ অক্টোবর, ২০১৯, ১২:৪০ পিএম says : 0
    সোনা গুলো জব্দকরে কোষাগাড়ে জমা করা হোক। বিক্রয় লব্দ টাকা মানব উন্নায়নে ব্যায় করুন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ