Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৭ কোটি টাকার সোনা উদ্ধার ওসমান হারুনের জামিন

প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সাড়ে ১৪ কেজি সোনা উদ্ধারের মামলায় আসামি ওসমান হারুন ওরফে সোহেলকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি ফরিদ আহম্মদ ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আসামির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির। মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৩ ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসামি ওসমান হারুন ওরফে সোহেলকে সাড়ে ১৪ কেজি সোনাসহ আটক করা হয়। যার দাম ৭ কোটি ২৮ লাখ টাকা। এ ঘটনায় ২৪ ডিসেম্বর বিমানবন্দর থানায় মামলা হয়। নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিন আবেদন করেন আসামি ওসমান হারুন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৭ কোটি টাকার সোনা উদ্ধার ওসমান হারুনের জামিন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ