মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হোয়াটসঅ্যাপ কলে কর বসানোর সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনের শুরু। এরপর সঙ্গে যুক্ত হয় আরও কিছু ইস্যু। সব মিলিয়ে দুই সপ্তাহ ধরে বিক্ষোভের পর অবশেষে পদত্যাগ করতে রাজি হয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। মঙ্গলবার তিনি পদত্যাগের বিষয়টি জানিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, গত দুই সপ্তাহের টানা বিক্ষোভে অচল হয়ে পড়ে লেবানন। এ অবস্থায় পদত্যাগ করতে রাজি হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরি।
পদত্যাগ সম্পর্কে হারিরি বলেন, লেবানন অচলাবস্থায় পৌঁছেছে। এই সংকট থেকে উত্তরণের জন্য আকস্মিক এক সিদ্ধান্তের প্রয়োজন ছিল। এক টেলিভিশন বক্তৃতায় হারিরি জানান, তিনি পদত্যাগের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানাবেন।
এ সময় লেবাননের প্রধানমন্ত্রী আরও বলেন, লেবাননের জনগণ গত ১৩ দিন ধরে রাজনৈতিক সমাধানের জন্য অপেক্ষা করছে। এই সময়টায় আমি বিভিন্নভাবে তাদের কথা শোনার চেষ্টা করেছি। কিন্তু সংকট থেকে উত্তরণে শেষ পর্যন্ত এমন সিদ্ধান্তের প্রয়োজন ছিল।
প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপ কলে কর বসানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ১৩ দিন আগে আন্দোলন শুরু করে লেবাননের জনগণ। এরপর দ্রæতই এর সঙ্গে রাজনৈতিক দুর্নীতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তার বিষয়টি যুক্ত হয়। সব মিলিয়ে লেবাননে ব্যাপক জনবিক্ষোভ দেখা দেয়, যার কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন দেশটির প্রধানমন্ত্রী।
এদিকে হারিরির জোট সরকারের অন্যতম প্রধান শরিক হিজবুল্লাহ প্রধানমন্ত্রীর পদত্যাগের এ সিদ্ধান্তের সমালোচনা করছে। তাদের মতে বিদেশি শক্তি গৃহযুদ্ধ লাগানোর চেষ্টায় এ বিক্ষোভে মদত দিচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।