Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অন্তঃসত্ত্বার ছবি পোস্ট করতেই নেটিজেনেরা প্রশ্ন, বাবা কোথায়?

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৯, ১০:৪০ এএম

মাত্র কিছুদিন আগেই নিজের অন্তঃসত্ত্বার খবর মিডিয়ার সামনে এনেছেন কাল্কি কেকল্যা। তারপর থেকেই তার বেবি বাম্পের নানা ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু অন্তঃসত্ত্বার এই খবর নিয়ে সোশ্যাল মিডিয়াতে তাকে শুভেচ্ছা জানানোর বদলে শুরু হয় নানা গুঞ্জন। নেটিজেনরা নানা বাক্যবাণে আক্রমণ করতে থাকেন কাল্কিকে।

অন্তঃসত্ত্বা হওয়ার পর এক সাক্ষাৎকারে কাল্কি জানিয়েছেন, ‘অন্তঃসত্ত্বা হলে নিজেকে ভগবানের মতো লাগে। মনে হয় আপনি নিজে কাউকে তৈরী করছেন ভিতরে ভিতরে।’

কাল্কি আরও জানান, যখন আমি প্রথম ঘোষণা করি যে আমি অন্তঃসত্ত্বা, তখন সোশ্যাল মিডিয়াতে নেটিজেনেরা নানা প্রশ্ন করেছেন। কেউ কেউ বলেছেন আপনার স্বামী কোথায়? কীভাবে আপনি এটা করতে পারলেন? কেউ কেউ বলেছে আঁটসাঁট জামা-কাপড় পড়বেন না। পেট দেখাবেন না।”

অভিনেত্রী আরও জানান, এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারি মাথাতেই আসেনি। তবে মিডিয়ার শিল্পী হিসাবে কাজ করে এইসব কিছু আমার গা সওয়া হয়ে গিয়েছে।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোশ্যাল মিডিয়া


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ