পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের কবজা থেকে চট্টগ্রাম রেলওয়ের সাড়ে তিন একর জায়গা উদ্ধার করা হয়েছে। উচ্ছেদ করা হয় বাবরের ‘খামার বাড়ি’সহ ৪৮টি অবৈধ স্থাপনা। বুলডোজার এবং স্কেভেটর দিয়ে পাকা-সেমি পাকা ও কাঁচা পাকা স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। রেলওয়ে পূর্বাঞ্চলের এস্টেট বিভাগের অধীনে এ উচ্ছেদ অভিযান চালানো হয় হালিশহর রেলওয়ে ট্রেনিং একাডেমিতে। গত সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির ফরহাদ শামীমের নেতৃত্বে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা সাত ঘণ্টা এ উচ্ছেদ অভিযান চলে।
ট্রেনিং একাডেমির পাশে রেলওয়ের বড় বড় জলাশয়গুলো লিজ নিয়ে যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর সেখানে খামার বাড়ি গড়ে তুলেছিলেন। তিনি সেখানে লিজের বাইরে আরও সাড়ে তিন একর জায়গা অবৈধভাবে দখল করে মাছ চাষ ও স্থাপনা গড়ে তুলেন বলে দাবি রেলওয়ে সূত্রের। সেখানে পশু-পাখিও পালন করা হতো হবে জানান রেলের কর্মকর্তারা। চলমান শুদ্ধি অভিযানের মুখে হেলাল আকবর চৌধুরী বর্তমানে আত্মগোপনে রয়েছেন।
রেলওয়ে এস্টেট বিভাগ সূত্র জানায়, একাডেমির পাশে একটি এক তলা বাড়ি লিজ নিয়ে সেটাকে দ্বিতলা করা হয়েছে। পাশের আরেকটি বাড়ি লিজ না নিয়ে দখল করে সেটাকে দ্বিতলা করা হয়েছে। এভাবে পুরো সাড়ে তিন একর জায়গা অবৈধভাবে দখল করা হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা জানান, উচ্ছেদ অভিযান চলমান থাকবে এবং পর্যায়ক্রমে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। অভিযানে রেলওয়ে ট্রেনিং একাডেমির রেক্টর আনোয়ার হোসেন, বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুব উল করিম, বন্দর থানা ওসিসহ রেলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে সিএমপি-রেলওয়ে এবং জিআরপি-আরএনবিসহ ৬০ জন পুলিশ অংশ নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।