নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য সব রকমের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। আইসিসির দুর্নীতি দমন কমিশনের কাছে সাকিব এই সাজা মেনেও নিয়েছেন। তিন বার জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেলেও আইসিসির দুর্নীতি দমন কমিশন-আকসুকে না জানানোয় এই সাজা পেলেন বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা। নিষেধাজ্ঞার এই খবর প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয় ব্যক্ত করেছেন নেটিজেনরা।
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএস জাকির হোসাইন তার ফেইসবুকে লিখেন, ‘বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বললে সাকিব আল হাসানের নাম নিতেই হবে। শুধু বাংলাদেশ না, ক্রিকেট খেলায় সাকিব আল হাসান বেশ কয়েকবার বিশ্বসেরা হয়েছে। তাও আবার সব ফর্মেটে। সাকিব আল হাসানের বিরুদ্ধে আইসিসি ব্যবস্থা নিয়েছে নিয়ম মেনে। নিয়মে পড়লে আসলে কিছু করার থাকে না। তবে এটা কেমন নিয়ম, যে নিয়ম খেলোয়াড়দের স্বার্থ রক্ষা হয় না? যে কেউ বুঝবে আইসিসির স্বৈরাচারী সিদ্ধান্ত এটি। স্রেফ লঘু অপরাধে গুরুদণ্ড। তাকে জুয়াড়ি প্রস্তাব দিয়েছে বটে, কিন্তু সে তো রাজি হয়নি। তার ভুল হয়েছে বটে, কিন্তু এত বড় ভুল হয়েছে বলে মনে হয় না। লাভ ফর সাকিব আল হাসান।’
‘প্রিয় সাকিব, তুমি আমাদের অহংকার। তোমার জন্য অনেক কস্ট! তোমার শাস্তিটা বেশিই হয়ে গেল। মানতে পারছিনা.....’ - অধ্যাপক মির্জা তারেকুল কাদেরের মন্তব্য।
মেহেদী হাসান শাওন লিখেন, ‘পাপন কিভাবে জড়িত এই কথা এখনো যাদের মাথায় ঢুকছে না তাদের জন্য। এরকম ভুল এই প্রথম না। মার্ক ওয়াহ, গিলক্রিস্ট, শেন ওয়ার্ন, হার্শেল গিবস, উমর আকমল সহ আরও অনেক তারকা ক্রিকেটারই সেম ভুল করেছিলো। কিন্তু তাদের বোর্ড এর শক্ত পদক্ষেপ এর জন্য আইসিসি তাদের কিছু করতে পারে নি। এমনকি বর্তমান ক্রিকেটে অন্যতম রুগ্ন দেশ পাকিস্তান পর্যন্ত কিছুদিন আগে ইরফান খানকে পার্সোনালি ৬ মাসের ব্যান দিয়েছে। সেখানেও আইসিসি কিছু করতে পারে নাই! সেখানে সাকিবকে শুনতে হল দুই বছরের ব্যান এবং তা আইসিসি কনফার্ম এর আগে পাপন সাহেব ৭ দিন আগে মিডিয়ায় সরাসরি বলে ফিক্সিং এর খবরও আসতেছে খুব শীঘ্রই! এটা এখনো বুঝতে পারছেন না কিভাবে দুইবছর পর একটা ঘটনা এতটা মাথা চাড়া দিয়ে উঠলো, যেখানে সেম ঘটনার শাস্তি হয় নি এর আগেও। অনেকেই জয়সুরিয়ারটা টানবেন, জয়সুরিয়া ২ বছর ব্যান খাইছিল, তারা জেনে রাখুন জয়সুরিয়া শুধু ভুল করেন নি, তিনি সব প্রমাণ মুছে ফেলার চেষ্টা করেন এবং অস্বীকার করেন, কিন্তু পরে ধরা খেয়ে শাস্তির মুখোমুখি হন। সেখানে সাকিবের সব পজেটিভ। এমন কি যে গোপনের কথা বলা হয়েছে, তা সে গোপনও করে নি। এই অফারের কথা সে পাপন এবং অন্য এক সিনিয়র ক্রিকেটারকে তখনই জানিয়েছিল।’
‘দুঃখজনক! খুব ছোট্ট কারণে এতো বড় শাস্তি হতে পারেনা। আইসিসিকে এই শাস্তি বিবেচনার আহবান করছি।’ - মানবাধিকার কর্মী কামরুল হাসানের অনুরোধ।
শিক্ষক সাইফুল ইসলাম লিখেন, ‘আপন যখন পাপন হয় তখন সাকিব আল হাসানের মত ক্রিকেটারের এই অবস্থাই হওয়ার কথা। পাপন + ইন্ডিয়ার ষড়যন্ত্রের শিকার বাংলাদেশের ক্রিকেট।’
‘টাইগার ক্রিকেটের দুঃখজনক দিন! আইসিসি (ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল) সব ধরনের ক্রিকেটে ২ বছরের নিষেধাজ্ঞা দিলো অধিনায়ক ও বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসানকে! লঘুপাপে গুরুদন্ড পেতে হলো। বস্তুত এটা কোন অপরাধের পর্যায়েই পড়েনা। অধিকার আদায়ের আন্দোলন করে বিতর্কিত সময়ে ও ভারত সফরের ঠিক আগেই আইসিসির এই ধরনের সিদ্ধান্ত জন্ম দিচ্ছে অনেক প্রশ্নের!’ - সাকিবের ছবি শেয়ার করে লিখেছেন এমডি রুহুল আমিন।
জেএন শ্রুতি লিখেন, ‘জুয়াড়ির প্রস্তাবই তো গোপন করেছে, প্রস্তাবে রাজী হয়েছিলো কি? আই সি সি'র কাছে প্রশ্ন! আচ্ছা, এইটা কোন আই সি সি? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, নাকি ইন্ডিয়া ক্রিকেট কাউন্সিল? মি. নাজমুল হাসান পাপন, এইবার আপনি কি বলবেন?’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।