বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পিরোজপুরের নাজিরপুরে শ্রীরামকাঠী বন্দর সংলগ্ন কালিগঙ্গা নদীর পাশ ঘেরা নদী ও খালে মঙ্গলবার বেলা ১১ টায় নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার রোজী আক্তারের নেতৃত্বে শ্রীরামকাঠী বাজারের পশ্চিম পাশের এলাকা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। এর মধ্যে সেখানে ১৫ টি অবৈধ ঘর ও স্থাপনা অন্যত্র সড়িয়ে নেয়ার জন্য পূর্বেই নাজিরপুর ভূমি অফিসের পেশকার জাহিদুল ইসলাম ও মারুফ হাওলাদারের নেতৃত্বে নোটিশ প্রেরণ করা হয়। নাজিরপুর ভূমি অফিসের দেয়া নোটিশ তোয়াক্কা না করায় এই অভিযানের মাধ্যমে ১৪ টি অবৈধ ঘর উচ্ছেদ করা হয়। শ্রীরামকাঠী বন্দরের আশে পাশের ও নদী সংলগ্ন এলাকায় বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মান করে পাড় দখল করা হয়েছে। ফলে বর্ষা মৌসুমে পানি বাধাগ্রস্ত হয়ে ভয়াবহ জ¦লাবদ্ধতার সৃষ্টি হয়। সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক, ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। অন্যদিকে পানি জমে থাকায় ক্ষতিগ্রস্থও হচ্ছে সড়ক। যে কারণে শ্রীরামকাঠী বন্দরে পাশ ঘেরা কালিগঙ্গা নদীর খালগুলো দখলমুক্ত করতে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। জানা যায়, স্থানীয় প্রভাবশালীরা এই ছোট ছোট খালে খুব সহজেই পাটা ও বাঁধ দিয়ে প্রতিদিনই দখল কার্যক্রম চালিয়ে আসছিল। এমনকি ব্যবসা প্রতিষ্ঠান ও পাকা বাড়ি-ঘরও নির্মান করেছিলেন অনেকে। স্থানীয় বাসিন্দারা ইনকিলাবকে জানান দুই যুগ আগেও এই খালটি অনেক অনেক বড় ছিল। অনেক জেলে পরিবারের জীবিকা মূল উপজীব্য ছিল এই খালটি। গোসল ও ছোট ছোট শিশুরা খালের এপাড়-ওপাড় সাঁতার কাটতো। অথচ এখন দখল ও দূষণে এ খাল আর ব্যবহারের উপযোগী নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।