Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সাকিবকে নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া

শাহেদ নুর | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৯, ১:১৪ পিএম

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান আইসিসির ১৮ মাসের নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছেন- জাতীয় গণমাধ্যমে এমন খবর প্রচারিত হওয়া সাকিবকে নিয়ে উত্তাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ফেইসবুক, টুইটার, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা।

সাংবাদিক ও গবেষক মেহেদী হাসান পলাশ তার ফেইসবুকে লিখেন, ‘সাকিব কি কারো প্রতিহিংসার শিকার? সাকিব দেশের প্রতি কমিটমেন্ট থেকে জুয়াড়িদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। অভিযোগ, তিনি আইসিসিকে জানাননি, কিন্তু তিনি বিসিবিকে কি জানিয়েছিলেন? অধিনায়ককে কি জানিয়েছিলেন? আইসিসিকে জানানোর দায়িত্ব সে ক্ষেত্রে বিসিবির ছিল। কাউকে না জানালে আজ সে কথা সবাই জানলো কি করে? কে এই অভিযোগ আইসিসির হাতে তুলে দিয়েছে? প্রশ্ন হচ্ছে, কয়েক বছরের পুরাতন এই অভিযোগ এখন উঠছে কেন? বিশেষ করে যখন তিনি ক্রিকেটারদের দাবি-দাওয়া নিয়ে বিসিবির বসের বৈরি মনোভাব এর শিকার হয়েছেন তখন কেন এই অভিযোগ উঠল? এই আন্দোলন না করলে তার বিরুদ্ধে কি এই অভিযোগ উঠতো? বিশেষ করে, বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ফিক্সিংয়ের তথ্য বিসিবি প্রধানের মুখ থেকেই জাতি প্রথম জানতে পেরেছে।তিনি কি তাহলে কারো প্রতিহিংসার শিকার হলেন? একটা কথা মনে থাকা প্রয়োজন, একজন সাকিব একটি দেশ শত বছরে এক/ দুইটা পায়!’

‘আই ছি ছি!! সাকিব হিরো হয়েই থাকবে চিরকাল।’ - গীতিকার তারেক আনন্দের মন্তব্য।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর তার ফেইসবুক পেইজে লিখেন, ‘সাকিবকে নয় বরং বিসিবিকে অশুভ সিন্ডিকেট মুক্ত করতে পাপন সাহেবকে অপসারণ জরুরী।’

‘এ মুহূর্তে বাংলাদেশের ব্রান্ড অ্যাম্বাসেডর ক্রিকেট। অনেক সাধনার ফল। এবার সেটাকে ধ্বংসের পাঁয়তারা!’ - লিখেছেন সাংবাদিক শামিম আহমেদ শিশির।

ফাহিম আল ফারাবি লিখেন, ‘যদি এরকম হয় তাহলে খুব শিগগিরই আমাদের সাকিবকে হারাতে হবে! দক্ষিণ আফ্রিকার এভিডি ভিলিয়ার্স কিন্তু ঠিক এরকম নিষেধাজ্ঞার উপর অভিমান করে জাতীয় দল থেকে অবসর নিয়ে তার ক্যারিয়ারের ইতি টানেন। ব**** ক্রিকেট বোর্ড আমাদের ক্রিকেটটাকেই নষ্ট করে দিচ্ছে।’

‘ধৈর্য্য ধারণ করো হে বীর, কোটি মানুষের দোয়া আছে তোমার সাথে ইনশাআল্লাহ। জয় তোমারই হবে।’ - সাকিবের ছবি শেয়ার করে টুইটারে লিখেন মোহাম্মদ সোহেল রানা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবেও এই ইস্যু অনেক ভিডিওর মাধ্যমে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন নেটিজেনরা।

উল্লেখ্য, দুই বছর আগে সাকিব একটি আন্তর্জাতিক ম্যাচের আগে এক ক্রিকেট জুয়াড়ির (বুকি) কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েছিলেন। সেটি তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করলেও আইসিসির দুর্নীতি দমন বিভাগকে তিনি জানান নি। বিষয়টি হালকাভাবে নিয়েছিলেন তিনি। এটা তার জন্য কাল হয়েছে বলে খবরে জানা গেছে।



 

Show all comments
  • Sirajul Islam ২৯ অক্টোবর, ২০১৯, ৩:৪১ পিএম says : 0
    Papon ar moto BCB karta Golapshah Mazar ar ashepashe khujle onek pawa jabe, Shakib ar moto Player shara Bangladesh to durer kotha shara prithibitao nai. Papon k jatiye BCB thaka biday kora hok
    Total Reply(0) Reply
  • Iftekhar Ahmed ২৯ অক্টোবর, ২০১৯, ৫:৪০ পিএম says : 0
    Shakib is the Great.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোশাল মিডিয়া


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ