Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমি দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের বিপক্ষে: মাশরাফি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৯, ৩:৪৬ পিএম

‘আমি শপথ নিয়েছি দলে গ্রুপিং করব না। এ রাজনীতি আমার পক্ষে সম্ভব নয়। দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের বিপক্ষে আমি।আমি ন্যায়ের পক্ষে, উন্নয়নের পক্ষে। দলের গ্রুপিং থেকে আমাকে দূরে রাখবেন।’- বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা এসব কথা বলেছেন।

গতকাল রোববার নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। পাইলট উচ্চবিদ্যালয় চত্বরে এ সম্মেলন হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি মুন্সী আলাউদ্দিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান।

মাশরাফি বলেন,আমার রাজনীতির বয়স মাত্র ১০ মাস। এই প্রথম কোনো সম্মেলনে যোগ দিলাম আমি।আমরা সবাই নৌকার লোক। অথচ কারণে-অকারণে একে অপরের সঙ্গে দ্বন্দ্ব-বিভাজনে জড়াই। বিষয়টি আমাকে কষ্ট দেয়, পীড়া দেয়। সবাইকে অনুরোধ করব, আপনারা ঐক্যবদ্ধ হোন। আসুন সবাই মিলে নড়াইল গড়ি। এলাকার উন্নয়নের জন্য কাজ করি। কেউ দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না। মাদকের বিরুদ্ধে সোচ্চার হোন।

তিনি জানান,বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ছেন প্রধানমন্ত্রী। উনি দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছেন। কিন্তু তৃণমূল পর্যায়ে কী হচ্ছে? আমরা যদি কুকর্ম করি, তাহলে সেটা শেখ হাসিনার ঘাড়েও পড়ে।



 

Show all comments
  • babar ২৮ অক্টোবর, ২০১৯, ৬:৫৫ পিএম says : 0
    right
    Total Reply(0) Reply
  • মজলুম জনতা ২৮ অক্টোবর, ২০১৯, ৭:৪৫ পিএম says : 0
    ঘুষ দুর্নিতীকে না বলুন
    Total Reply(1) Reply
    • Ibrahim ২৯ অক্টোবর, ২০১৯, ১:১১ পিএম says : 4
      মাশরাফি যে নির্বাচনের মাধ্যমে এমপি সেটি কি?

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাশরাফি

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ