Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানে পিকআপ-টমটম মুখোমুখি সংঘর্ষে আহত ৯

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৯, ৮:৩০ পিএম

রাউজানে পিকআপ ভ্যান ও টমটমের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে ৯ জন। ২৭ অক্টোবর রোববার সকাল সাড়ে ৮টার দিকে কাপ্তাই মহাসড়কের গশ্চি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পিকআপে ৩ জন ও টমটমে ৯ জন যাত্রী ছিল বলে জানা গেছে। এতে চালকসহ আহত হয়েছেন অন্তত ৯ জন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। রিপোর্ট লেখা পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি। আহত ৯ জনের মধ্যে চার জনের অবস্থা গুরুতর বলে জানাগেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকআাপ ভ্যানে (চট্টমেট্রো-ন-১১-৬০৩৮) তিনজন যাত্রী নিয়ে নোয়াপাড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে গশ্চি মোহাম্মদ জমা এলাকায় একটি সিএনজি গাড়িকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি টমটম গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুই গাড়ীর লোকজন গুরুতর আহত হন। জানা গেছে, পিকাপ ভ্যানটি মাছ আনার জন্য ও অপর টমটম গাড়িটি ৯ জন শ্রমিক নিয়ে কাজের উদ্দেশে যাত্রার পথে এই দুর্ঘটনার শিকার হয়।
এবিষয়ে জানতে চাইলে ট্রাফিক পুলিশের তদন্ত কর্মকর্তা মোঃ কায়েস বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাড়ী দুটি উদ্ধার করে নোয়াপাড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে আসি। এতে পিকাপ ও টমটমের যাত্রী আহত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ