Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসামে শিলাদিত্যেকে হারিয়ে রফিকুল ইসলামের জয়লাভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

ভারতের আসামের জোনাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়লাভ করেছেন এআইইউডিএফ প্রার্থী রফিকুল ইসলাম। দ্বিতীয় স্থানে কংগ্রেস। বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছার বদলে তার চেহারা নিয়ে উল্টো সাম্প্রদায়িক কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব। কারণ, বিজেপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। শিলাদিত্যের মতে, এনআরসি প্রক্রিয়ায় অন্তত এক কোটি বাংলাদেশি মুসলিমের নাম থেকে যাওয়াতেই রফিকুল জিতেছে। রফিকুলের শিক্ষাদীক্ষা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপির এই বিতর্কিত বাঙালি বিধায়ক। জবাবে অবশ্য গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি করা রফিকুল নিজের সৌজন্য বজায় রেখে মন্তব্য করেছেন, একজন বিধায়কের এধরনের মন্তব্য দুর্ভাগ্যজনক। তার মতে, শিলাদিত্য নিজের নির্বাচনী কেন্দ্রের জনগণকেই অপমান করেছেন। উল্লেখ্য, রফিকুলের বাবা ইমান মাস্টার আসামে বিশিষ্ট সমাজসেবী হিসাবে পরিচিত। বংশ পরম্পরায় তারা আসামের বাসিন্দা। কিন্তু একটি টেলিভিশন টক শোয়ে শিলাদিত্য নিজেই স্বীকার করেন তার জন্ম বাংলাদেশে। তার বাবার সঙ্গে তিনিও ভারতে আসতে বাধ্য হন। এটা স্মরণ করিয়ে দিয়ে রফিকুলের কটাক্ষ, উনি (শিলাদিত্য) নিজেই তো বিদেশি। তাই বোধহয় আসাম সম্পর্কে ধারণা কম। তবে শুধু রফিকুলকেই নয়, নাম না করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈকেও কটাক্ষ করেন শিলাদিত্য। বিজেপির এই বিধায়ক বলেন, ‘দিল্লিতে আসামেরই একজন’ রাজ্যের সর্বনাশ করছেন। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ