মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দরকার নেই সরকারি চাকরির। কেবলমাত্র চাকরির জন্য বাচ্চার জন্ম দেওয়া বন্ধ করার পথে আমরা হাঁটবো না বলে জানিয়েছেন ভারতের আসাম রাজ্যের মুসলিম সাংসদ বদরুদ্দিন আজমল। তিনি বলেন, 'সরকারি চাকরি চাই না, আমরা চাই বাচ্চা নিতে।'
সম্প্রতি দু’টির বেশি সন্তান থাকলে সরকারি চাকরির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আসাম রাজ্য সরকার। সেই নিয়মে বলা হয়েছে যে দুইয়ের বেশি সন্তান হলে সেই সন্তানের পিতামাতা আর কোনও রাজ্যে সরাকারি চাকরি পাবেন না।
গত শনিবার এই নিয়েই মুখ খুলেছেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টির নেতা তথা সাংসদ বদরুদ্দিন আজমল। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, মুসলিমরা বাচ্চা নেওয়া বন্ধ করবে না। তার কথায়, আমার ধর্ম বিশ্বাস করে যে পৃথিবীতে যার আসার কথা সে আসবেই। কেউ তাকে রুখতে পারবে না। আমিও ব্যক্তিগতভাবে সেটাই মনে করি।
রাজ্য সরকার আইন করে কিছুতেই এই প্রক্রিয়া বন্ধ করতে পারবে না বলে দাবি করেছেন বদরুদ্দিন আজমল। সেই সঙ্গে তার আরও দাবি এই আইন পরিবেশের স্বাভাবিক নিয়মের বিরুদ্ধে। তিনি বলেছেন, এই আইনে মুসলিমদের সন্তানের জন্ম দেওয়া বন্ধ করতে পারবে না। কিন্তু পরিবেশের ক্ষতি করবে। সূত্র : কলকাতা টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।