বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত এক অটোর চালক মো. নজরুল ইসলামের মৃত্যু হয়েছে। শনিবার বেলা এগারোটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকায় একটি বাসের ধাক্কায় তার মৃত্যু হয়। এসময় নারী সহ ছয় যাত্রী আহত হয়। আহতদের গুরুতর অবস্থায় কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শনিবার বেলা পৌনে এগারোটার দিকে নজরুল মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড হতে যাত্রীসহ সিএনজি চালিত অটো নিয়ে দেওহাটা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। পথিমধ্যে দেওহাটা আন্ডারপাসের পশ্চিমপাশে পৌছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উঠে পড়ে। এ সময় দ্রæতগতির উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই অটোকে ধাক্কা দেয়। এতে চালকসহ ৭ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন অটো চালক পুষ্টকামুরী গ্রামের রুস্তমের ছেলে নজরুল ইসলাম, মানিকগঞ্জের ঘিওর উপজেলার পরিতোষ পালের স্ত্রী অষ্টমী পাল (৫৫), আশুলিয়ার কালিকাপুর শিমুলিয়া গ্রামের শম্ভু পালের দুই ছেলে নারায়ন পাল (৩৮) ও দীনেশ পাল (৬৫), মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানি গ্রামের আলমগীর হোসেন (৩৫) ও দেওহাটা এলাকার আলম মিয়া (৪৫)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চালক নজরুলের মৃত্যু হয়।
দেওহাটা পুলিশ ফাঁড়ির সহকারি উপপরিদর্শক মো. সেলিম রেজা জানান, অটোর চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর উঠে গেলে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের বাসটির ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।