Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাকরি পরবর্তী পেনশন প্রদানে ১০টি দেশ সেরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৯, ৩:২২ পিএম

চাকরি পরবর্তী সময়ে পেনশন প্রদান সব দেশেই প্রচলিত একটি সিস্টেম। বিশেষ করে সরকারি চাকরিজীবীদের অবসরের পর এ অর্থ প্রদান করা করা হয়। যাতে ওই কর্মকর্তা অবসরে নিজের জীবন চালিয়ে নিতে পারেন।
তবে অবসরে যাওয়া কর্মকর্তাদের পেনশন প্রদান সিস্টেমে অনেক দেশই নজির সৃষ্টি করেছে। বিভিন্ন দেশে পেনশন সিস্টেমে ট্যাক্স, সেভিংস ও বাসস্থানের মালিকানার ক্ষেত্রে সহায়তা প্রদান করা হয়। এছাড়া জনসংখ্যা, মোট সম্পত্তিও বিবেচনায় রাখা হয়।
এসবের ওপর ভিত্তি করেই পেনশন সিস্টেমে বিশ্বের সেরা ১০টি দেশের তালিকা প্রকাশ করেছে মেলবোর্নের গ্লোবাল পেনশন ইনডেক্স নামক একটি প্রতিষ্ঠান।
মানদন্ডের ওপর ভিত্তি করে দেশগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠানটি। ১০০ এর মধ্যে ৮০ পাওয়া দেশগুলোকে এ ক্যাটাগরিতে রাখা হয়। এরপর ক্রমান্বয়ে বি-প্লাস, বি, সি-প্লাস, সি ক্যাটাগরিতে ভাগ করে।
অন্যান্য উন্নয়ন ও আধুনিকায়নের পাশাপাশি পেনশন সিস্টেমেও সেরা ইউরোপ। সেরা দশের পাঁচটি দেশই ইউরোপের। তালিকায় লাতিন ও এশিয়ার একটি করে দেশ রয়েছে।
তালিকার প্রথম স্থানে রয়েছে নেদারল্যান্ড। এরপরের স্থানগুলোতে যথাক্রমে রয়েছে- ডেনমার্ক, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, সুইডেন, নরওয়ে, সিঙ্গাপুর, চিলি, নিউজিল্যান্ড ও কানাডা।



 

Show all comments
  • MD masnoon ২৫ অক্টোবর, ২০১৯, ৩:৪৯ পিএম says : 0
    সঠিক নয়,ইউরোপ এ শুধু সরকারি চাকরি জিবিদেরই পেনশন দেয় না,৬৫ বছর অয়ার হলে কম বেশি সবাই পেনশনপেয়ে থাকেন,এবং ব্যাবসায়ীদেরও দেওয়া হয়,কেননা তারাও এক সময় ট্যাক্স পেয়ে করেছেন,তার মধ্যে স্পেন অন্যত।
    Total Reply(0) Reply
  • MD masnoon ২৫ অক্টোবর, ২০১৯, ৩:৪৯ পিএম says : 0
    সঠিক নয়,ইউরোপ এ শুধু সরকারি চাকরি জিবিদেরই পেনশন দেয় না,৬৫ বছর অয়ার হলে কম বেশি সবাই পেনশনপেয়ে থাকেন,এবং ব্যাবসায়ীদেরও দেওয়া হয়,কেননা তারাও এক সময় ট্যাক্স পেয়ে করেছেন,তার মধ্যে স্পেন অন্যত।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পেনশন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ