Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেতন-ভাতা ও পেনশন চালুর দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ১১ মে, ২০১৬, ১২:০০ এএম

হিলি সংবাদদাতা
পেনশন সুবিধাসহ সরকারি কোষাগার হতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা চালুর দাবিতে মানববন্ধন করেছে হাকিমপুর (হিলি) পৌরসভা কর্মকর্তা কর্মচারীগণ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিটি গ্রহণ করেন উপজেলা পরিষদ প্রকৌশলী শফি উদ্দিন। বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী ফেডারেশন হাকিমপুর শাখার সাধারণ সম্পাদক আরশাদ আলী জানান, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সমবায় অধিদপ্তর, ওয়সা, এলজিইডিসহ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে পেলেও পৌরসভা স্থানীয় সরকার বিভাগের আওতায় হলেও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বেতন বৈষম্যের স্বীকারে পড়েছেন। তিনি প্রধানমন্ত্রীর আশু দৃষ্টি কামনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেতন-ভাতা ও পেনশন চালুর দাবিতে মানববন্ধন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ