Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পশ্চিমবঙ্গে কোনও ডিটেনশন ক্যাম্প হবে না : মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৯, ২:৪৩ পিএম

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত জুলাইয়ে রাজ্যে রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশিকা পাঠিয়েছে। ফলে কর্ণাটক ও মহারাষ্ট্রে ডিটেনশন ক্যাম্প তৈরির কাজ শুরু হয়েছে। আসামে ৬টি ডিটেনশন ক্যাম্প থাকা সত্ত্বেও আরও বড় আকারে একটি ডিটেনশন ক্যাম্প তৈরির কাজ শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, এনআরসির কথা মাথায় রেখেই সারাদেশে ডিটেনশন ক্যাম্প তৈরি করে প্রস্তুতি এগিয়ে রাখা হচ্ছে। তারই প্রতিবাদে সোচ্চার হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে কোনও ডিটেনশন ক্যাম্প হবে না। গত দুই দিনে উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী বারে বারে এনআরসি নিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন। গত মঙ্গলবার উত্তরকন্যায় উত্তরের তিন জেলার পর্যালোচনা বৈঠকে সরকারি আধিকারিকদেরও ‘রাজ্য সরকারের পক্ষ থেকে’ মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, এ রাজ্যে এনআরসি করার কোনও পরিকল্পনা নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মমতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ