Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় পিতা নিহত, আহত দুই ছেলে

কলাপাড়া(পটুয়াখালী)সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৯, ৪:৫০ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বারেক হাওলাদার (৬০) এক রাজমিস্ত্রি নিহত হয়েছে। আহত হয়েছে তার দুই ছেলে আইয়ুব হাওলাদার ও হাবিব হাওলাদার। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালের দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের গামইরবুনিয়া সড়কে নিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটেছে।

পুলিশ ও আহতরা জানান, বুধবার সকালে একই মোটরসাইকেলে পিতা ও দুই পুত্র কলাপাড়া পৌর শহরে রাজমিস্ত্রীর কাজে আসার পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে বারেক হাওলাদারের রাস্তার পাশে দাড়িয়ে থাকার অটো রিকশার রডের সাথে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যায়। অপর আহত দুই ভাই আইয়ুব ও হাবিবকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। এদিকে দিনমজুর দুই পুত্রের সামনে পিতার মৃত্যুর হওয়ার ঘটনায় পরিবারে সদস্যরা এখন শোকে মাতম।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান সাংবাদিকদের জানান, পারিবারিক সম্মতিতে নিহত বারেক হাওলাদারের মৃতদেহ পোষ্টমর্টেম না করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ