Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টি-২০ ক্রিকেট আয়োজন করছে হার্টসবুক

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৯, ৮:০৯ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘হার্টসবুক’ আয়োজন করছে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। তাদের পৃষ্ঠপোষকতায় আগামী বছরের ১ ফেব্রুয়ারি দেশব্যাপী শুরু হবে হার্টসবুক প্রিমিয়ার লিগ (এইচবিপিএল)। আর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যটি জানান হার্টসবুকের চেয়ারম্যান অ্যান্ড সিইও মেজবাহ উদ্দিন সরকার রুবেল। এ অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে এইচবিপিএলের মহরত উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি। এসময় বিশেষ অতিথি ছিলেন হার্টসবুকের ভাইস চেয়ারম্যান অ্যান্ড ডিরেক্টর মাহাবুবা মোহাম্মদ বাবন সরকার ও ভাইস চেয়ারম্যান অ্যান্ড ডিরেক্টর শামিমা সরকার।

জাহিদ আহসান রাসেল বলেন, ‘বাংলাদেশে যে কয়টি খেলা আন্তর্জাতিক সুনাম বয়ে এনেছে, ক্রিকেট তার মধ্যে অন্যতম। আমি মনে করি ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নেয়াই হচ্ছে হার্টসবুকের এই আয়োজনের মূল লক্ষ্য। এ ধরনের আয়োজন যত বেশি করা যাবে ততো বেশি খেলোয়াড় তৈরি হবে। খেলাধুলাকে এগিয়ে নিতে আমাদের সরকার নিরলস কাজ করে যাচ্ছেন। আমি হার্টসবুকের এ আয়োজনকে সাধুবাদ জানাই।’

অনুষ্ঠানের সভাপতি হার্টসবুকের চেয়ারম্যান অ্যান্ড সিইও মেজবাহ্ উদ্দিন সরকার রুবেল বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম হার্টসবুক বা এইচবির পৃষ্ঠপোষকতায় সারাদেশে হার্টসবুক প্রিমিয়ার লিগ টি-২০ বা এইচবিপিএল নামে এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সংক্ষিপ্ত পরিসরের ক্রিকেটকে দেশব্যাপী আরো আকর্ষণীয় এবং জনপ্রিয় করতেই হার্টসবুকের এই আয়োজন।’

তিনি আরো বলেন, ‘দেশের সব মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদরাসা, বিশ্ববিদ্যালয় এবং জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন ক্লাব থেকে উদীয়মান ক্রিকেটার (নারী/পুরুষ) খুঁজে বের করে বিশ্বকে উপহার দেয়াই হচ্ছে টুর্নামেন্টের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। টুর্নামেন্ট হবে নকআউট পদ্ধতিতে। প্রতিটি দলে ১৫ জন করে ক্রিকেটার থাকবে। দেশের ৮ বিভাগ থেকে প্রাথমিক বাছাই শেষে ১৬টি দল চূড়ান্ত পর্বে খেলবে। হার্টসবুকের এ আয়োজন দেশের উদীয়মান ও মেধাবী ক্রিকেটার বের করে আনবে। যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বাংলাদেশের মুখ আরো উজ্জল করবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, এইচবিপিএলের চ্যাম্পিয়ন দল ট্রফি ও মেডেলের সঙ্গে প্রাইজমানি পাবে ৫ লাখ টাকা। রানার্সআপ দলের জন্য থাকছে ৩ লাখ টাকা, ট্রফি ও মেডেল। এ ছাড়া ম্যান অব দ্য ম্যাচ, প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট, হার্টসবুক সুপার ক্যাচ, হার্টসবুক সুপার ফিল্ডার, হার্টসবুক সুপার সিক্স ও হার্টসবুক সুপার ফোরের পুরস্কার থাকবে।

টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য যেকোনো স্মার্টফোনের সাহায্যে এড়ড়মষব ঢ়ষধু ংঃড়ৎব থেকে বাবহঃং ড়ঢ়ঃরড়হ অ্যাপটি ডাউনলোড করে সাইনআপের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। ২০২০ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত খেলোয়াড় বাছাই চলবে।

 



 

Show all comments
  • রামিম ২৮ অক্টোবর, ২০১৯, ১১:১৯ এএম says : 0
    ভাই এই apps তো পাই নাই একটু সাহায্যে করবেন প্লিজ কেউ কি জানেন
    Total Reply(0) Reply
  • Rahim ২৪ ডিসেম্বর, ২০১৯, ১২:৩৯ এএম says : 0
    App Name Please
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি-টোয়েন্টি

১৪ নভেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ