মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর সংক্রান্ত একটি নতুন ফিচার নিউজ ট্যাব যুক্ত হবে এবছরের ডিসেম্বরে। নিউজ ট্যাব ফিচারটিতে বস্তুনিষ্ঠ বিশ্বাসযোগ্য শিরোনাম সরবরাহ করবে ওয়াল স্ট্রিট জার্নাল এবং যুক্তরাষ্ট্রের নিউজ কর্প কোম্পানি। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত খবরে বলা হয়, ফেসবুকের সাথে এবং ওয়াল স্ট্রিট জার্নাল ছাড়াও ওয়াশিংটন পোস্ট, বাজফিড নিউজ এবং বিজনেস ইনসাইডারের চুক্তি হয়েছে। ফেসবুক থেকে সংবাদ মাধ্যমগুলোকে তাদের সংবাদ, শিরোনাম সরবরাহের জন্য চুক্তি অনুযায়ী টাকা দেয়া হবে। ফেসবুকের নিউজ ট্যাবে এডিটর এবং কোম্পানির অ্যালগরিদম অনুযায়ী এসব শিরোনাম দেখা যাবে।
গত বছর, নিউজ কর্পের প্রতিষ্ঠাতা রুপার্ট মার্ডক বিশ্বাসযোগ্য নিউজ পাবলিশার এবং কেবল কোম্পানিগুলোকে একটি নির্দিষ্ট পরিমাণে ফি দেয়ার জন্য ফেসবুকের প্রতি আহ্বান জানিয়েছিলেন। সম্প্রতি বিভিন্ন নিরাপত্তা ইস্যু এবং গোপনীয়তা লঙ্ঘনসহ ভুয়া খবরের ছড়াছড়ি বন্ধ করতে এই উদ্যোগ নিয়েছে ফেসবুক। সূত্র: রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।