Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাকের ধাক্কায় লালমনিরহাটে প্রাণ হারালেন নবদম্পতি

লালমনিরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৯, ১০:৪৭ এএম

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা নবদম্পতি নিহত হয়েছেন। নিহতরা হলেন- গোলাম মোস্তফা (৩২) ও তার স্ত্রী রাহিলা বেগম (১৯)। শনিবার রাতে উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পারুলিয়া ঘুণ্টির বাজারের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ সিন্দুর্নার মোশার চৌপুতি এলাকার আবদুস সোবহানের ছেলে গোলাম মোস্তফা ও তার স্ত্রী রাহিলা বেগম।

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ নুর আলম সিদ্দিকী জানান, বাবার বাড়ি পশ্চিম বিছনদৈ এলাকায় দাওয়াত খেয়ে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন গোলাম মোস্তফা ও তার নববধূ রাহিলা বেগম। পথে ঘুণ্টিবাজারের বটতলা এলাকায় একটি ট্রাক তাদের অটোরিকশায় ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ