গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর যাত্রাবাড়ী থেকে হত্যাসহ সাত মামলার আসামি শুটার লিটন (৩২) ও তার সহযোগী লারাকে (২৮) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১০) সদস্যরা।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ীর ছাপরা মসজিদের গলি থেকে লিটনকে এবং মধ্যরাতে অভিযান চালিয়ে লারাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১০ সূত্র জানায়, গ্রেফতারের সময় শুটার লিটনের কাছে থেকে দুটি বিদেশি পিস্তল ও ২৫টি গুলি উদ্ধার করা হয়।
র্যাব-১০ এর উপ অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টায় যাত্রাবাড়ী এলাকার বিবির বাগিচা থেকে প্রথমে শুটার লিটনকে গ্রেফতার করা হয়। পরে রাত আড়াইটার সময় তার সহযোগী লারাকে গ্রেফতার করা হয়। লিটনকে রাতেই যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, লিটন ও লারার বিরুদ্ধে হত্যাসহ বেশ কিছু মামলা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।