Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনার পূর্বধলায় ট্রাককে পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত-১

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৯, ১:২৯ পিএম

নেত্রকোনা জেলার শ্যামগঞ্জ-বিরিশিরি-দূর্গাপুর সড়কের পূর্বধলা উপজেলার জালশুকা নামক স্থানে বুধবার ভোর ৬টার দিকে দাঁড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাককে বেপরোয়া গতির একটি পিক-আপ ভ্যান ধাক্কা দিলে পিক-আপের যাত্রী চাঁন মিয়া (৫০) নিহত হয়েছে। নিহত চাঁন মিয়া কলমাকান্দা উপজেলার গৌরীপুর গ্রামের মৃত সমেদ আলীর পুত্র।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের জালশুকা পাম্পের সামনে বুধবার ভোর ৬টার দিকে দাঁড়িয়ে থাকে বালু বোঝাই একটি ট্রাককে নাম্বারবিহীন একটি বেপরোয়া গতির পিক-আপ ভ্যান ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই ময়মনসিংহের উদ্দেশ্য রওয়ানা দেয়া পিক-আপ যাত্রী চাঁন মিয়া নিহত হন। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে গেছে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।

 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ